দক্ষিণ কলকাতার বেহালা জনপদের শশীভূষণ মুখোপাধ্যায় রোডের এই শারোদৎসবকে এক দশক আগেও কলকাতা কেন, বেহালার বহু বাসিন্দাই চিনত না। কিন্তু ২০০৬ সালে প্রথমবারের জন্য থিম পুজোর আঙিনায় পা রেখেই বাজিমাত করে বেহালা নূতন দল। তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি এই পুজো কমিটির উদ্যোক্তাদের।
সেরা শারদোৎসবের সমস্ত…
Read More...