কর্মসূত্রে অনেকদিন হল মুম্বই নিবাসী অভীক। কাজের চাপে সে ভাবে বাড়ি আসাও হয় না। তবে এবার লকডাউনে মুম্বইয়ের ফ্ল্যাটে আটাকা পড়ে ভীষণ ভাবে বেলঘড়িয়ার বাড়িটা মিস করেছে সে। তাই অন্যান্য বারের থেকে এ বছর পুজোয় বাড়ি যাওয়ার জন্য মুখিয়ে রয়েছে অভীক। টিকিট কনফার্ম হতেই বাড়িতে জানানোও হয়ে গিয়েছে।
ছেলে এতদিন পর…
Read More...