রাজকন্যার মতো মেঘবরণ চুল পুজোর আগেই, আজই শুরু করুন যত্ন
কেয়া শেঠ
বেশ অনেকদিন হয়ে গেল, ঘরেই থেকেছেন পারতপক্ষে। তেমন বাসেট্রামে চড়ছেন না, বড় রাস্তায় যাচ্ছেন না। ফলে স্বাভাবিক ভাবেই আপনার চুলের স্বাস্থ্য বেশ ভাল রয়েছে এখন। কারণ দূষণের রুক্ষতা অনেক কম স্পর্শ করছে আমাদের চুলকে।
কিন্তু তা না হলেও, অন্য নানা সমস্যা তো হতেই পারে চুলের। অনেকের হয়তো সাদা চুলগুলো বেরিয়ে গেছে গোড়া থেকে। কারও হয়তো অনেক দিন স্পা না করার কারণে জেল্লা কমে গেছে চুলের। কিন্তু সামনেই যে পুজো, তাহলে উপায়? আমি বলব, ঘরে থেকেও এই সমস্যার সমাধান সম্ভব।
ভাতের যে ফ্যানটা ফেলে দিই আমরা, তাতে একটু লেবু মিশিয়ে মাখলে সেটা প্রাকৃতিক ভাবে কন্ডিশনিং করে চুলটা। এটা নিয়মিত করা গেলে এমনিই জেল্লা থাকবে চুলের। চুলটা নরমও হবে। কিন্তু আরও একটু যত্ন যদি করতে চান, তাহলে মেথি কিন্তু দারুণ উপাদান।
আগের রাতে মেথিটা জলে ভিজিয়ে রেখে, সেটা যদি পরের দিন পেস্ট করে মাথায় লাগাতে পারেন, হাতেনাতে হেয়ার স্পায়ের মতো ফল পাবেন। ইনস্ট্যান্ট গ্লেজ চলে আসবে চুলে। সব রকম চুলেই এটা ব্যবহার করা যায়। আরও ভাল হবে, একটু দই আর মধুর সঙ্গে এই মেথি পেস্ট মিশিয়ে মাখতে পারলে। নিজের চুল নিজেই চিনতে পারবেন না। যে যত্নের সময় এতদিন পেতেন না, সে সময় এখন আপনার হাতের মুটোয়।
চুল সাদা সাদা দেখাচ্ছে বলে মনমরা হবেন না। ঘরে পড়ে থাকা পুরনো আমলকি জ্বাল দিন উনুনে। ক্কাথটা ছেঁকে নিয়ে যে জলটা থাকবে, তা চুলে লাগিয়ে, শুকিয়ে শ্যাম্পু করুন। দেখবেন, অনেকটাই ঢেকেছে সাদা-ভাব। আর মেহেন্দি পাতা বা হেনা ঘরে থাকলে তো কথাই নেই। চায়ের লিকারের সঙ্গে হেনা মিশিয়ে চুলে প্যাক লাগিয়ে রেখে শুকিয়ে ফেলে ধুয়ে নিতে পারলে সাদা চুলগুলোয় লালচে ভাব চলে আসবে। ঘরোয়া ও প্রাকৃতিক পদ্ধতিতে ন্যাচারাল হেয়ার কালার হয়ে যাবে। তবে হেনা করলে তার পরে চুলটা ভাল করে কন্ডিশনিং করা জরুরি। নইলে রুক্ষ ভাব আসতে পারে ড্রাই হেয়ারের ক্ষেত্রে।
বাড়িতে ঘনঘন চা হচ্ছে এখন। ছাঁকার পরে পাতাটা ফেলবেন না। আলাদা করে আরও একটু ফুটিয়ে নিন। সেই দ্বিতীয় বার ফোটানো চায়ের জলটা স্নানের পরে মাথায় মাখাই যায়।
অনেককের মাথা ধরে থাকে প্রায়ই। ভার হয়ে থাকে, বা ঝিমঝিম করে। মোটা দাঁড়ার কাঠের চিরুনি দিয়ে দিনে বেশ কয়েক বার অন্তত ২৫-৩০ বার চুল আঁচড়ান ভাল করে। মাথা ধরে থাকার সমস্যা অনেকটাই কমে যাবে। রক্ত সঞ্চালন ভাল হওয়ায় চুলের গুণও ভাল হবে।
উৎসবের আগে শরীর ও মন সুস্থ রাখার জন্য নিজেকে প্যাম্পার করা, সুন্দর করা খুব জরুরি। নিজেকে সুন্দর রাখাটা ইতিবাচক থাকারই একটা অংশ।