HeaderDesktopLD
HeaderMobile

সমাজসেবীতে ‘অন্যকুয়াশা’, ত্রিধারায় কোভিডে প্রয়াতদের ‘শ্রদ্ধাঞ্জলী’

0

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের নিয়ন্ত্রিত জীবনের কথা ফুটে উঠেছে সমাজসেবীর মণ্ডপে (Kolkata)। ঘরবন্দি অবস্থা আর ওয়ার্ক ফ্রম হোমের দৌলতে বদলে যাওয়া মনঃস্তত্ব। গত বছরের মতো এ বারও এক পরিস্থিতি। এখনও করোনাভীতি নিয়েই পুজো উদযাপন। আচমকা এই জীবনযাপন বদলে যাওয়াকেই এ বার পুজোয় তুলে ধরেছে সমাজসেবী সঙ্ঘ।

কর্মরত পড়ুয়াদের জন্য অভিনব কোর্স কানপুর আইআইটির! অনলাইনেই মিলবে ‘ই-মাস্টার্স ডিগ্রি’

বাজেটেও অনেকটা কাটছাঁট করা হয়েছে এবছর। থিম ‘অন্য কুয়াশা’। লকডাউনে ঘরবন্দি মানুষ যেসব অনুষঙ্গ নিয়ে জীবন কাটিয়েছেন, সেসব জিনিসপত্র দিয়েই সাজানো হয়েছে মণ্ডপ। পুজো কমিটির সম্পাদক,অরিজিৎ মৈত্র বললেন, ‘আমরা এখনও জানিনা কবে স্বভাবিক জীবনে ফিরতে পারব। তাই থিম অন্যকুয়াশা। মণ্ডপে সবটাই কুয়াশায় মোড়া। আবছা। স্পষ্ট থাকবে শুধু দেবীমূর্তি।’

এ বার মণ্ডপের দায়িত্বে রয়েছেন শিল্পী বিমল সামন্ত। প্রতিমা শিল্পী পরিমল পাল।

ত্রিধারার মণ্ডপে এবার করোনায় প্রয়াত বিশিষ্টদের শ্রদ্ধা জানানো হবে। তাই থিমের নাম শ্রদ্ধাঞ্জলী। পিকে ব্যানার্জি, সৌমিত্র চ্যাটার্জির মতো বিখ্যাতদের নামফলক থাকবে মণ্ডপে।

কোষাধ্যক্ষ সন্দীপ চক্রবর্তী বললেন, ‘ভাবনার সঙ্গে সাযুজ্য রেখেই প্রতিমা তৈরি হচ্ছে। করোনাসুর দেবীর পায়ে নিজেকে সমর্পণ করেছে। এবং সরস্বতী, লক্ষীর কোলে একটি করে শিশু বসে আছে। করোনার হাত থেকে সন্তানদের আগলে রেখেছেন তাঁরা।’

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like
Leave A Reply

Your email address will not be published.