পুজোয় আপনার স্টাইল স্টেটমেন্ট হতে পারে স্টাইলিশ এই ব্যাগগুলি
শুধু কি জামাকাপড় আর মেকআপই আপনার সাজগোজকে সম্পূর্ণ করে? নিশ্চয়ই নয়। আরও কিছু অ্যাডেড ভ্যালু যোগ করতে হয় নিজের ফ্যাশন স্টেটমেন্টকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। এই যেমন ধরুন ব্যাগ, জুতো বা অন্যান্য অ্যাকসেসরিজ। আর ফ্যাশন দুনিয়ায় স্টাইলিশ ব্যাগের চাহিদা বরাবরই তুঙ্গে।
এই পুজোর মরসুমে মণ্ডপের আড্ডা হোক, বা বন্ধুদের সঙ্গে উইকেন্ডপার্টি– কোন অনুষ্ঠানে কী ব্যাগ ক্যারি করবেন, কোন পোশাকের সঙ্গে মানানসই হবে কোন ব্যাগ – এসব ভেবে নাজেহাল হচ্ছেন তো! আপনার হাতের কাছেই রয়েছে সব সমস্যার সহজ সমাধান।
ইট-ব্যাগের কথা কে না জানেন। এই ইট ব্যাগ যেকোনও অকেশনে আপনার স্টাইলকে করে তোলে আরও বেশি আকর্ষণীয়। নানারকম হাত ব্যাগের মধ্যে লেদার ট্যান ব্যাগের চাহিদা এ প্রজন্মের নারীদের কাছেও একইরকম ঊর্ধ্বগামী।
২০২০-এই মরসুমে হারমেসের শরৎ এবং শীত সম্ভারের সেরা ব্যাগ হল গাঢ় রঙের স্লিং বা ঝোলা ব্যাগ। যে কোনও পোশাকের সঙ্গে একটা গাঢ় লাল স্লিং ব্যাগ আপনার নবমীর সাজকে করে তুলবে কমপ্লিট! এবার পুজোয় ট্রাই করে দেখতেই পারেন।
ব্যাগের স্টাইল নিয়ে যখন কথা হচ্ছে তখন ব্র্যান্ড ‘গুচি’ই বা বাদ যাবে কেন? ‘গুচি’র ফেক নট ব্যাগ শ্রদ্ধা জানায় আলেসান্দ্রো মিশেলকে। পোশাক হোক বা ব্যাগ- ক্রেতাদের অলটাইম ফেবারিটের তালিকায় আলাদা করে জায়গা করে নিয়েছে গুচি। এমনকি মধ্যবিত্তের ওয়ার্ডরোবেও এখন ‘গুচি’র জয়জয়কার।
গানবাজনার শখ রয়েছে? গিটার বাজাতে ভালো লাগে? আপনার ব্যাগের মধ্যেও সেই ভালোলাগার স্বাদকে উপভোগ করতে পারবেন এবার। এবছর ‘ফেনডি’ বাজারে এনেছে গিটার ব্যাগ, যার সামনে রয়েছে একটি সুন্দর পকেট এবং সুবিধে মতো বাড়ানো-কমানো যায় এমন স্ট্র্যাপ।
ছবি যাঁদের ভালো লাগে তাঁদের পছন্দের তালিকার শুরুতেই রয়েছে ডায়ার লেডি আর্ট ব্যাগ। এই ব্যাগের ডিজাইন সম্পূর্ণ বিরল এবং আধুনিক। এবার পুজোয় নিজের স্টাইলের মধ্যে দিয়ে যদি শিল্পীসত্তাকেও ফুটিয়ে তুলতে চান, তাহলে এ ব্যাগ অপ্রতিদ্বন্দ্বী।
গুচির হলুদ অক্ষরে ফেক নট প্রিন্টের টোটে ব্যাগ থেকে লাল কালো রঙের ডায়ার লেডি আর্ট ব্যাগ সবতেই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। কে বলতে পারে আবার হারমেসের লাল রঙের ডেলা কাভালেরিয়া ব্যাগ আপনার স্টাইলে কে করে তুলবে অন্য দের থেকে অনন্য।